রাস উৎসব ঘিরে হরিণ শিকারের ফাঁদ! পূর্ব সুন্দরবনে ৭ জন আটক

হোম পেজ » খুলনা » রাস উৎসব ঘিরে হরিণ শিকারের ফাঁদ! পূর্ব সুন্দরবনে ৭ জন আটক
রবিবার ● ২ নভেম্বর ২০২৫


রাস উৎসব ঘিরে হরিণ শিকারের ফাঁদ! পূর্ব সুন্দরবনে ৭ জন আটক

সাগরকন্যা প্রতিবেদক, শরণখোলা (বাগেরহাট)

পূর্ব সুন্দরবনের রাস উৎসবকে ঘিরে হরিণ শিকারের পরিকল্পনা করেছিল একদল শিকারি। তবে বন বিভাগের স্মার্ট টিমের তৎপরতায় তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়।
শনিবার রাতে সুন্দরবনের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকায় অভিযান চালিয়ে ৭ জন শিকারিকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ১০০টি হাঁটা ফাঁদ ও ২টি ট্রলার।
অভিযান পরিচালনাকারী স্মার্ট টিম লিডার দ্বিলীপ কুমার মজুমদার বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী সাগরকন্যাকে বলেন, রাসপূজা এলেই কিছু অসাধু ব্যক্তি হরিণ শিকারে নামে। এবারও তারা পরিকল্পিতভাবে এসেছিল। ধরা না পড়লে বহু হরিণ মারা যেত। তাদের ট্রলারে ‘বন বিভাগ’ লেখা ফ্ল্যাগ টানানো ছিল, যা গুরুতর অপরাধ।
তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর নজরদারি চলছে এবং এই ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে।

এনই/এমআর

বাংলাদেশ সময়: ১৫:০৭:৩৬ ● ৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ