ইসলামিক দলগুলো ছাড়া অন্যান্য দলের মধ্যে সমন্বয় নেই-হাসনাত আবদুল্লাহ

হোম পেজ » বরগুনা » ইসলামিক দলগুলো ছাড়া অন্যান্য দলের মধ্যে সমন্বয় নেই-হাসনাত আবদুল্লাহ
শনিবার ● ১ নভেম্বর ২০২৫


ইসলামিক দলগুলোর ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই-হাসনাত আবদুল্লাহ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা জেলা এনসিপি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সভা করেছেন দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার সকাল ১১টায় বরগুনা শিল্পকলা একাডেমিতে সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে ইসলামি দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই। কেউ সংস্কারের পক্ষে, কেউ বিপক্ষে। এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক দল দুটি ভাগে বিভক্ত মনে হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এনসিপির দোষারোপের শিকার হয়েছে। সনদ আগে আমাদের দেখাতে হবে। কে ঘোষণা করবে তা নিশ্চিত না হয়ে আমরা স্বাক্ষর করিনি। তিনি সনদ বাস্তবায়নের জন্য গণভোট বা সংসদ প্রক্রিয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো নীতিমালা ছাড়াই সিদ্ধান্ত নিচ্ছে। শাপলা প্রতীকের বিপরীতে শাপলা কলি প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত হলে আমরা গ্রহণ করব না।

সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম সেলিম ও বিভাগীয় যুগ্ম সচিব ফয়সাল মাহমুদ শান্ত।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩১:৩৫ ● ৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ