
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু’র উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ওই কর্মী সমাবেশে উপজেলার পুইশুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভাপতিত্ব করেন পুইশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম সিকদার।
গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জু প্রধান অতিথির বক্তব্যে বলেন, ধানের শীষ প্রতীকে আমাকে সংসদে পাঠান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে গোপালগঞ্জে একটি ইপিজেড স্থাপন করা হবে। এতে লাখো বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি বলেন, ২০০৪ সালে তারেক রহমানকে গোপালগঞ্জে এনেছিলাম। যদি তিনি এবার প্রধানমন্ত্রী হন, আমি তাকে আবার গোপালগঞ্জে এনে বেকার সমস্যা সমাধান করব। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম সুমন, গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুজ্জামান টুটুল, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ ইয়াহিয়া, কাশিয়ানী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দয়াময় মৌলিক, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন মিয়া, শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক মাসুদ শেখ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়াকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ মোল্লা, ফুকরা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শেখ, নিজড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এখলাস মোল্লা, বিএনপি নেতা অনিক মোল্লা, কর্মী পারভেজ মির ও মুর্শিদ চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।