
সাগরকন্যা প্রতিবেদক, চাঁদপুর
চাঁদপুরে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন জুলাই মঞ্চের এক নেত্রী (১৯)। মামলাটিতে অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আল আমিন সৈকত (৩০)কে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করেছে।
গত শনিবার চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। গ্রেফতারকৃত আল আমিন সৈকত ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের বাসিন্দা এবং এনসিপির ওই উপজেলার যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের পরোয়ানা অনুযায়ী আল আমিন সৈকতকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এনসিপি নেতা সৈকতের সঙ্গে জুলাই মঞ্চের ওই নেত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুবাদে সৈকত তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করেন।
ঘটনার পর গত ৫ অক্টোবর ভুক্তভোগী বিয়ের দাবিতে সৈকতের গ্রামের বাড়িতে অনশন করেন। টানা দুই দিন অনশনের পর জেলা পর্যায়ের এনসিপি নেতারা সমঝোতার চেষ্টা চালান, কিন্তু কোনো সমাধান না হওয়ায় ভুক্তভোগী আদালতে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ফরিদগঞ্জ থানা-পুলিশ বুধবার রাতে আসামিকে গ্রেফতার করে।
এদিকে মামলাটি মিথ্যা দাবি করে এনসিপির জেলা সমন্বয়ক মাহবুবুল আলম বলেন, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত। গত মাসে উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসা হয়েছিল। সেখানে ১০ জন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে কোনো প্রমাণ মেলেনি বলে মেয়েটির অভিভাবক তাঁকে বাসায় ফিরিয়ে নেন। কিন্তু কোনো তদন্ত ছাড়াই আল আমিন সৈকতকে গ্রেফতার করা হয়েছে।
এনএইচ/এমআর