মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
কুয়াকাটায় পল্টন ট্রাজেডি স্মরণে ডকুমেন্টারি প্রদর্শনী
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় পল্টন ট্রাজেডি স্মরণে ডকুমেন্টারি প্রদর্শনী
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
রাজধানী ঢাকায় সংঘটিত ঐতিহাসিক পল্টন ট্রাজেডি স্মরণে পটুয়াখালীর কুয়াকাটায় ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর কুয়াকাটা চৌরাস্তায় এ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মহিপুর থানা শাখা।
এ সময় বক্তারা বলেন, পল্টন ট্রাজেডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। সেই দিনের ঘটনার সঠিক ইতিহাস ও শিক্ষাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শুরু হয়।
এছাড়া প্রদর্শিত ডকুমেন্টারিতে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে এর দায় আওয়ামলীগের উপর চাপিয়ে বিচার চাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৪৮:১২ ● ৯০ বার পঠিত
