বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোনথা’: পায়রায় ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

হোম পেজ » আবহাওয়া » বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোনথা’: পায়রায় ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫


বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোনথা’: পায়রায় ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোনথা’-তে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ১৪৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। যদিও এখন পর্যন্ত কুয়াকাটা ও আশপাশের উপকূলে এর সরাসরি প্রভাব পড়েনি, তবু এলাকায় গুমোট আবহাওয়া বিরাজ করছে। সেই সঙ্গে গরমের তীব্রতাও বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মোনথা’ আরও ঘনীভূত হতে পারে। এ অবস্থায় পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ০২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলার ও নৌ-যানকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ, ২ নম্বর সংকেত মানে হলো সমুদ্রবন্দর এবং উপকূলে একটি দূরবর্তী হুঁশিয়ারি। এটি মাঝারি থেকে শক্তিশালী ঝড় বা ঘূর্ণিঝড় উপকূলে আসার সম্ভাবনা নির্দেশ করে, তাই মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১১:০২ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ