গৌরনদী হাসপাতালের জরুরি নম্বর বন্ধ, তথ্য পেতে ভোগান্তি

হোম পেজ » বরিশাল » গৌরনদী হাসপাতালের জরুরি নম্বর বন্ধ, তথ্য পেতে ভোগান্তি
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫


গৌরনদী হাসপাতালের জরুরি নম্বর বন্ধ, তথ্য পাওয়ায় ভোগান্তি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি তথ্য সেবা নম্বর দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে রোগী, স্বজন ও সাংবাদিকরা তথ্য পেতে ভোগান্তির মধ্যে পড়েছেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, জরুরি তথ্যের জন্য তারা ০১৭৩০-৩২৪৪১২ নম্বারে ফোন দেন। কিন্তু গত ৩–৪ মাস ধরে নম্বরটি কাজ করছে না। আগে দুই-চার মিনিটের ফোনে তথ্য পাওয়া যেত। এখন অনেক সময় হাসপাতালে সরাসরি গিয়ে অথবা ডিউটি চিকিৎসকের ব্যক্তিগত নম্বরে ফোন করে তথ্য সংগ্রহ করতে হচ্ছে।

এক সংবাদকর্মী বলেন, শনিবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত স্বুলছাত্রীর মৃত্যুর তথ্য জানতে ফোন দিলেও নম্বর খোলা ছিল না। শেষমেশ জরুরি বিভাগের চিকিৎসকের ব্যক্তিগত নম্বরে ফোন করে তথ্য সংগ্রহ করতে হয়।

বার্থী গ্রামের হালান চাপরাশী বলেন, ‘জরুরি চিকিৎসা পেতে বহুবার ফোন দিলেও নম্বর বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীন জানান, মোবাইলটি এক মাস আগে চুরি হওয়ায় নতুন সিম প্রদান করা হয়েছে। নিয়মানুযায়ী নম্বর খোলা থাকা উচিত। তবে মোবাইল চার্জ না থাকায় বন্ধ থাকতে পারে। তিনি বলেন, সার্বক্ষণিক নম্বর খোলা রাখার ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ৭:০০:২৮ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ