নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূর নাক বিচ্ছিন্ন

হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূর নাক বিচ্ছিন্ন
সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫


নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূর নাক বিচ্ছিন্ন

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় হেনারা বেগম (৫০) নামে এক গৃহবধূর নাক বিচ্ছিন্ন হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হামলায় হেনারা বেগম ছাড়াও তার ছেলে নাঈম খান (২৬) ও পুত্রবধূ ঝুমুর বেগম (২২) আহত হয়েছেন। গুরুতর অবস্থায় হেনারা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ঝুমুর বেগম বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মৃত রফিকুল ইসলাম হাওলাদারের স্ত্রী হুসি বেগম (৫০) তার দুই মেয়ে নিয়ে সকালে ওৎ পেতে তাদের ওপর হামলা চালায়। চিৎকার শুনে পরিবারের অন্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।

অভিযুক্তদের দাবি, তাদের ওপরই আগে হামলা করা হয়েছে, তারাও হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের অভিযোগ, হুসি বেগম প্রভাবশালী মহলের ছত্রছায়ায় নানা অপকর্মে জড়িত। কেউ প্রতিবাদ করলে তার মেয়েদের দিয়ে অপমান করান, তাই ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

নাজিরপুর থানার ওসি (তদন্ত) শেখ মো. হিলাল উদ্দিন বলেন, ঘটনা শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:১৮:৪২ ● ৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ