দুমকিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫


দুমকিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা শহরের আল-মামুন সুপার মার্কেটের সামনে থেকে আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম হাওলাদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন হাওলাদার ও মো. জসিম উদ্দিন শম্ভু বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৃথক ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।


এমআর

বাংলাদেশ সময়: ১১:৪৩:৫২ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ