আমতলী পৌরসভায় খানা প্লেট তৈরিতে অনিয়মের অভিযোগ

হোম পেজ » বরগুনা » আমতলী পৌরসভায় খানা প্লেট তৈরিতে অনিয়মের অভিযোগ
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫


আমতলী পৌরসভায় খানা প্লেট তৈরিতে অনিয়মের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী পৌরসভায় টেন্ডার ছাড়াই খানা প্লেট তৈরির কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নাম সর্বস্ব প্রতিষ্ঠান দেশ মঙ্গল পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন-এর মাধ্যমে ৫০ টাকার খানা প্লেট ১৫০ টাকায় বিক্রির অভিযোগ করেছেন পৌরবাসী।

জানা যায়, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান টেন্ডার প্রক্রিয়া ছাড়াই ৭ হাজার খানা প্লেট তৈরির অনুমোদন দেন। ওই প্রতিষ্ঠান গত দুই সপ্তাহ ধরে বাড়ি বাড়ি গিয়ে স্বাক্ষরবিহীন রশিদে ১৫০ টাকা করে আদায় করছে। এতে পৌরবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

পৌর সচিব রফিকুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ একে অপরকে দায়ী করলেও দুজনই স্বীকার করেছেন, কাজটি প্রশাসকের নির্দেশেই হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পৌরকর্মীরা জানান, কোনো রেজুলেশন বা অনুমোদন ছাড়াই ফাউন্ডেশনটিকে দায়িত্ব দেয়া হয়।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান তালুকদার, মন্নান বয়াতি, গাজী ইউসুফসহ অনেকে অভিযোগ করেন, আমরা নিয়মিত পৌরকর দিই। তবুও ৫০ টাকার প্লেটের জন্য ১৫০ টাকা নেয়া অন্যায়। তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এ বিষয়ে দেশ মঙ্গল ফাউন্ডেশনের মালিক দেলোয়ার আকন বলেন, পৌর প্রশাসক আমাকে কাজের অনুমতি দিয়েছেন। তবে পৌর সচিব ও প্রশাসনিক কর্মকর্তারা দায়িত্ব অস্বীকার করেন।

ঘটনা সম্পর্কে জানতে প্রশাসক ও ইউএনও রোকনুজ্জামান খাঁনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩২:২০ ● ৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ