নদী সম্মেলনে অংশ নিতে ৪ পরিবেশকর্মী আজ চীনে যাচ্ছেন

হোম পেজ » খুলনা » নদী সম্মেলনে অংশ নিতে ৪ পরিবেশকর্মী আজ চীনে যাচ্ছেন
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫


নদী সম্মেলনে অংশ নিতে ৪ পরিবেশকর্মী  আজ চীনে যাচ্ছেন

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ সাত দিনের সফরে শনিবার
(২৫ অক্টোবর)  চীন সফরে যাচ্ছেন।

চীন সফরের আমন্ত্রণ পেয়ে এই সম্মেলনে বাংলাদেশ থেকে বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিলের নেতৃত্বে যাচ্ছেন,  খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম  এবং পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ।

সফরকালে পরিবেশকর্মীরা চীনের স্থানীয় সরকারের আমন্ত্রণে বিজ্ঞান সম্মেলন এবং ওয়াটারকিপার এলায়েন্স’র আমন্ত্রণে এশিয়ান রিজিওনাল সামিটে যোগ দিবেন। চীন সফরকালে পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বেইজিং, হাংজো ও থাইজু শহরের নদী, পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন। কর্মসুচির মধ্যে রয়েছে নদী ও পরিবেশ রক্ষা বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ এবং গ্রুপ ডিসকাশন। এছাড়া তারা উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা, রিভার ওয়াটার ইকোলজিক্যাল মিউজিয়াম, ওয়াটার কোম্পানী এবং সাইন্স কম্যুনিকেশন প্রতিষ্ঠান  পরিদর্শন  করবেন।

বাংলাদেশে নদী রক্ষা ও পরিবেশ আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চীন সরকার পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখকে সাইন্স টু ইউ বার্ষিক ইন্টারন্যাশনাল ইভেন্টের  পাশাপাশি  নদী বিষয়ক এশিয়ান রিজিওনাল সামিটে আমন্ত্রণ জানিয়েছে ।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১৭:৪৪ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ