
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা(পটুয়াখালী)
শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টায় আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকায় এ জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। দশমিনা উপজেলা শাখার সভাপতি ইউসুফ চৌকিদার এর সভাপতিত্বে ও দশমিনা উপজেলা শাখার ছাত্র ফ্রন্টের সভাপতি হাসান মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-ওলামা ফ্রন্টের পটুয়াখালী জেলার সভাপতি মাওলানা মো. আবু সাঈদ আনসারি।
বিশেষ অতিথি ছিলেন-পটুয়াখালী জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি রাহাত হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, যুব ফ্রন্টের সভাপতি জাকির হোসেন, জাকের পার্টির পটুয়াখালী জেলার সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু, মহিলা ফ্রন্টের পটুয়াখালী জেলা শাখার লায়লি বেগম সহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ প্রমুখ।
জনসভা শেষে জনজীবনে স্বস্তি, সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য খেটে খাওয়া মানুষের নাগালে রাখা, জননিরাপত্তা, আইনের শাসন ও যথাযথ বিচার নিশ্চিত করার অপরিহার্যতার ওপর জোর দেন। তারা জনগণকে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রায় নিজেদের ভূমিকা স্মরণ করিয়ে দেন।
জনসভা শেষে প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক নানা স্লোগানসহ র্যালি বের করা হয়।
উল্লেখ্য-আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। গত ২০ সেপ্টেম্বর এই কর্মসূচি শুরু হয়েছে।
এসডি/এমআর