গোপালগঞ্জে কালী পূজায় দুইদিনের সাংস্কৃতিক উৎসব

হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে কালী পূজায় দুইদিনের সাংস্কৃতিক উৎসব
বুধবার ● ২২ অক্টোবর ২০২৫


গোপালগঞ্জে কালী পূজায় দুইদিনের সাংস্কৃতিক উৎসব

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলার বড় ডোমরাশুর ভক্তবাড়িতে শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে দুইদিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শুরু হয় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত। এতে দূর-দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠান চলাকালে রাস্তা ও বাড়ির পাশে বসেছে গ্রামীণ মেলা।

সঞ্চালনা করেন স্বাস্থ্যকর্মী সুশান্ত কুমার বিশ্বাস ও শিক্ষক তাপস কুমার বিশ্বাস। মন্দির কমিটির সভাপতি পলাশ ভক্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট মানিক ভক্ত।

পলাশ ভক্ত বলেন, বছর ধরেই আমাদের ভক্তবাড়িতে পূজার পর দুইদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে মানুষ আনন্দ উপভোগ করে। রাস্তা ও বাড়ির পাশে বসে গ্রামীণ মেলা। আমরা চাই মানুষ সুস্থ সাংস্কৃতিক বিনোদন পাক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রিন্টু ভক্ত, গোপালগঞ্জ সদর থানার এসআই রনি সাহা, ভক্তবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক দীনেশ ভক্ত, হারাধন পোদ্দার, মিন্টু ভক্ত, অমিয় ভক্ত, বিধান ভক্ত ও উজ্জ্বল ভক্ত।

বাংলাদেশ সময়: ২৩:১৭:০২ ● ৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ