কলাপাড়ায় বিশ্ব শিশু দিবস পালিত

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় বিশ্ব শিশু দিবস পালিত
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫


 

কলাপাড়ায় বিশ্ব শিশু দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় পৌর অডিটরিয়ামে র‍্যালি, শিশুদের পরিবেশনায় টকশো, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস, একশনএইডের সহযোগিতায়। এতে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম, ও কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহম্মেদ টিপু। শুভেচ্ছা বক্তব্য দেন আভাস এলআরপি প্রকল্পের ব্যবস্থাপক মনিরুল ইসলাম।

বক্তারা বলেন, শিশুদের বাদ দিয়ে কোনো উন্নয়ন পরিকল্পনা পূর্ণ হয় না। শিশুদের জন্য বাসযোগ্য সমাজ ও তাদের অধিকার নিশ্চিত করতে এখন থেকেই উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:২৬:০৯ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ