
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বৃত্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এক অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঞা জনি। তিনি চারজন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন। প্রত্যেকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক পান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ডাক দিয়ে যাই’-এর ডিরেক্টর মোহাম্মদ তাজুল ইসলাম খান, মানবসম্পদ বিভাগের কো-অর্ডিনেটর আসাদুল হকসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, দেশের উন্নয়নে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। অনেক মেধাবী শিক্ষার্থী অর্থনৈতিক কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়। এই বৃত্তি তাদের শিক্ষার পথ সহজ করবে।
‘ডাক দিয়ে যাই’ কর্তৃপক্ষ জানায়, শিক্ষা মানুষের মৌলিক অধিকার ও সামাজিক উন্নয়নের চাবিকাঠি। অসচ্ছল পরিবারের সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রতি তিন মাস অন্তর ১৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।
উল্লেখ্য, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ-এমএফআই) সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে এই বৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছে।