আমতলীতে আ.লীগ নেতাদের সঙ্গে ইউএনও’র গোপন বৈঠকের গুঞ্জন!

হোম পেজ » বরগুনা » আমতলীতে আ.লীগ নেতাদের সঙ্গে ইউএনও’র গোপন বৈঠকের গুঞ্জন!
বুধবার ● ২২ অক্টোবর ২০২৫


আমতলীতে আ.লীগ নেতাদের সঙ্গে ইউএনওর গোপন বৈঠক, প্রশাসনে তোলপাড়

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খাঁনের গোপন বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, গত ৬ জুন সকালে আমতলী চৌরাস্তায় ‘সকাল-সন্ধ্যা হোটেলের’ ভিআইপি কক্ষে ইউএনও রোকনুজ্জামান খাঁন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গাজী সামসুল হক, বশির মৃধা, রাসেল ও পুলিশের এক এসআইসহ কয়েকজনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তারা একসঙ্গে খাবার খান। বৈঠকের ছবিগুলো হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বিএনপি ও জামায়াত নেতারা অভিযোগ করেছেন, ইউএনও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী নেতাদের প্রশ্রয় দিচ্ছেন এবং পক্ষপাতমূলক আচরণ করছেন। তারা তার অপসারণের দাবি জানিয়েছেন।

জামায়াতের স্থানীয় নেতা মাওলানা ইলিয়াস হোসাইন ও আব্দুল মালেক বলেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের বৈঠক গর্হিত কাজ। বিএনপি নেতা সৈয়দ আসাদুজ্জামান কাওসারের অভিযোগ, ইউএনও আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন।

ইউএনও মো. রোকনুজ্জামান খাঁনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম বলেন, বিষয়টি অনুচিত; দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার জানান, ঘটনাটি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৮:২৫ ● ১৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ