বিতর্কিত ইউপি সদস্য সোহাগ মৃধা আবারও আলোচনায়

হোম পেজ » পিরোজপুর » বিতর্কিত ইউপি সদস্য সোহাগ মৃধা আবারও আলোচনায়
বুধবার ● ২২ অক্টোবর ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

‘আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’-সম্প্রতি ফেসবুকে প্রচারিত এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহাগ মৃধা।

ভিডিও বার্তায় তিনি বলেন, শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই আমি জীবন কাটাতে চাই। ২০১৮ সালের নির্বাচনে শ. ম. রেজাউল করিমের নাশকতা মামলায় জেল খেটেছি, এমনকি মেরে ফেলারও চেষ্টা হয়েছিল। পরে শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছি।

তবে স্থানীয়রা বলছেন, সোহাগ মৃধা মূলত একজন সুবিধাবাদী ব্যক্তি। আওয়ামী লীগ সরকার থাকাকালে তিনি দলীয় পরিচয়ে প্রভাব খাটিয়েছেন এবং প্রতিপক্ষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করেছেন। তার চাচা সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, ওয়ারিশি সম্পত্তি বঞ্চিত করতে সোহাগ নিজ ঘরে আগুন দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দেন এবং ৫০ হাজার টাকা নিলেও হয়রানি বন্ধ করেননি।

এ বিষয়ে বলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাব্বত হোসেন বলেন, সোহাগ যখন যেই দল ক্ষমতায় থাকে, সেই দলের লোক সেজে প্রভাব খাটায়।
আওয়ামী লীগের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান জানান, আমি জানতাম সোহাগ বিএনপি করে, আওয়ামী লীগ নয়।

অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলম বলেন, সোহাগ আমাদের দলের কেউ নন। কেউ নিজেকে বিএনপি বললেই সে বিএনপি হয়ে যায় না।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য সোহাগ মৃধা বলেন, আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী একজন জনপ্রতিনিধি। কাউকে মিথ্যা মামলায় জড়াইনি। ইউপি সদস্যদের নির্দিষ্ট দল থাকে না-যে সরকার ক্ষমতায় থাকে, আমরা তার সঙ্গে কাজ করি।

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৬:০৫ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ