
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে দলীয় পদ থেকে বহিষ্কার ও পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি চিকনিকান্দি ইউনিয়ন বিএনপির প্রভাবশালী কর্মী এবং যুবদল সভাপতি পদপ্রত্যাশী ছিলেন।
জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সাংবাদিক আরেফিন লিমন অভিযুক্ত মুকুল প্যাদার বক্তব্য জানতে ফোন দিলে তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশের পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
এর আগে সোমবার রাতে মাঝগ্রামের বাসিন্দা দিলীপ দেবনাথ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জানান, মুকুল ও তার ভাই দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে ভয়ভীতি ও চাঁদা দাবি করে আসছেন। সম্প্রতি তাদের হুমকিতে তিনি বাড়ি ছেড়ে থানায় আশ্রয় নেন।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি মুকুলকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
গলাচিপা থানার ওসি আশাদুর রহমান জানান, হিন্দু পরিবারকে ভয়ভীতি ও চাঁদা দাবির ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মুকুল প্যাদাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এসডি/এমআর