দশমিনায় শিক্ষক কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ মিছিল

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় শিক্ষক কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ মিছিল
মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫


 

দশমিনায় শিক্ষক কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় বে-সরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারীরা তাদের ন্যায্য ভাতা ও উৎসব ভাতা দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্তরে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষ হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন দশমিনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। তারা জানান, তাদের বাড়িভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫% আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শিক্ষকরা সরকার তাদের দাবী মানলে বিদ্যালয়ে ফিরে যাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:০৬ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ