
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
মিথ্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পর মোটরসাইকেল শোডাউন ও প্রেস ব্রিফিং করেছে দশমিনা উপজেলা শ্রমিক দল। সোমবার বেলা ১১টায় প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুঁজা খোলা এলাকায় শ্রমিক দলের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
শ্রমিক দল ও স্থানীয়দের উদ্যোগে জামিনপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান রাসেল, শ্রমিক দলের সদস্য জহিরুল ইসলাম তালুকদার ও সোহাগ মৃধাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মেহেদী হাসান রাসেল।
তিনি অভিযোগ করেন, আমরা বিএনপি পরিবারের সদস্য। আমাদের বিরুদ্ধে কুচক্রি মহল মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়েছে। চরসংক্রান্ত কোনো ঘটনার সঙ্গে আমরা জড়িত নই। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সদস্য অলিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর প্যাদা, সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মীর হোসেন গাজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দুলাল হাওলাদার, সাখায়েত হোসেন সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে মামলার বাদী কালু মৃধা জানান, তিনি মামলা সম্পর্কে পুরোপুরি জানতেন না। ভোলার কয়েকজনের নামে মামলা করতে তাকে স্বাক্ষর করানো হয়েছে বলে দাবি করেন তিনি। লেখাপড়া না জানায় তিনি বিষয়টি বুঝতে পারেননি বলেও জানান। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বেল্লাল মৃধার বক্তব্য নেওয়ার জন্য ফোন করলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
উল্লেখ্য, চর দখলকে কেন্দ্র করে চলতি বছরের ৬ নভেম্বর কালু মৃধা ৩৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭০–৮০ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন।
এসবি/এমআর