
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের প্রত্যন্ত বিলাঞ্চলে প্রতিষ্ঠিত পদ্মডুবি মডেল উচ্চ বিদ্যালয় (প্রস্তাবিত) ইআইআইএন কোড না পাওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঝুলে আছে।
শিক্ষক ও স্থানীয়রা জানান, নদীপথনির্ভর এই এলাকার শিশুদের দূরবর্তী বিদ্যালয়ে নৌকাযোগে যাতায়াতই সবচেয়ে বড় বাধা। বর্ষায় তীব্র স্রোত, শুষ্ক মৌসুমে দীর্ঘ কাদাপথ-সব মিলিয়ে যাতায়াত দুর্ভোগের কারণে বিদ্যালয়টিই তাদের একমাত্র নিরাপদ আশ্রয় হয়ে উঠেছিল। কিন্তু ইআইআইএন অনুমোদন না পাওয়ায় শিক্ষার্থী ঝরে পড়া বাড়ছে এবং শিক্ষকরা প্রতিষ্ঠান ধরে রাখতে হিমশিম খাচ্ছেন।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, একটি আপত্তির কারণে দীর্ঘদিন স্বীকৃতির প্রক্রিয়া আটকে আছে। এতে বিদ্যালয়টি এমপিওভুক্তিও হতে পারছে না, ফলে শিক্ষকরা আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। ষষ্ঠ শ্রেণির রিফাত ও সপ্তম শ্রেণির নাদিয়া জানান, স্কুলটি বন্ধ হয়ে গেলে পড়াশোনা নিয়ে তারা ভীত হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রয়োজন বিবেচনা না করেই একটি মহল অভিযোগ দিয়ে বিদ্যালয়ের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করছে। এতে পুরো বিলাঞ্চলের শিক্ষাব্যবস্থা থমকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম বলেন, একটি মাত্র অভিযোগের কারণে আমরা ইআইআইএন পাইনি। দ্রুত ইআইআইএন অনুমোদন হলে শিক্ষার প্রসার ঘটবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম জানান, অভিযোগ তদন্তের পর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম খান বলেন, আগের উদ্যোগ ফলপ্রসূ হয়নি। চাইলে নতুন করে আবেদন করতে হবে।
এএএইচ/এমআর