
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় অনুষ্ঠিত হয়ে গেল কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কবিতা ও স্মৃতিচারণার ভিন্নধর্মী আয়োজন ‘কবিতায় নবজাগরণ’।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বরগুনা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম জুড়ে জমে ওঠে হুমায়ূন স্মরণে বাঁশির সুর, আবৃত্তি ও আলোচনায়। আয়োজনের উদ্যোগ নেয় হুমায়ূন আহমেদ ভক্তদের সংগঠন হিমু পরিবহন। তা বাস্তবায়ন করে স্থানীয় তরুণ শিল্পানুরাগীদের সংগঠন মনখুশি।
সুজন বিনিময়ের বাঁশির সুরে সন্ধ্যার পর্দা ওঠে। এরপর সুবাহ তাবাসসুম ঐশীর একক আবৃত্তিতে আবেগে জমে ওঠে অডিটোরিয়াম। অনুষ্ঠানের শেষে হুমায়ূন আহমেদের উক্তি-সম্বলিত বিশেষ স্মারক ভক্তদের হাতে তুলে দেওয়া হয়।
বাংলা সাহিত্য মননের এক আধুনিক পুরোধা কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। তার বই হাতে বেড়ে ওঠা তরুণদের অনেকেই এখনও হিমু হয়ে হাঁটে রাস্তায় হলুদ পাঞ্জাবী-শার্টে, কল্পনায় স্বপ্নে ভাসে।
আলোচনায় অংশ নেন, বরগুনা প্রেসক্লাব সভাপতি সোহেল হাফিজ, বরগুনা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. রেজবুল কবির, পেশেন্ট কেয়ার হাসপাতালের পরিচালক মো. শফিকুল ইসলাম, বিএনপি নেতা মুরাদ খান, তরুণ সংগঠক মহিউদ্দিন অপু, আলোকচিত্রী আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে উপস্থাপনায় ছিলেন চানক দেব হৃদম এবং আয়শা আক্তার ঋতু।
বক্তারা বলেন, বাংলা কথাসাহিত্যে হুমায়ূন আহমেদ কেবল একজন লেখক নন তিনি স্বপ্ন দেখা, ভালোবাসা, প্রতিরোধ, রোমান্টিকতা আর জীবনের অদ্ভুত সৌন্দর্য খুঁজে পাওয়ার এক অনন্য ভাষা।
আয়োজকরা জানান, তরুণদের সাহিত্যচর্চা বাড়াতে হুমায়ূন আহমেদের লেখা ও দর্শন নাহন পাকানোর।
হিমু পরিবহন বলছে, আগামী দিনগুলোতে নিয়মিত সাহিত্য আয়োজন, আবৃত্তি এবং পাঠচক্র চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
এমএইচকে/এমআর