
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে কৃষকদের মাঝে সরেজমিনে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের আর্থিক সহায়তা দিতে গোপালপুর কৃষি ব্যাংকের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি ব্যাংক মাদারীপুর মূখ্য অঞ্চলের গোপালপুর শাখার আয়োজনে ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ১৫ জন কৃষককে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন স্কিমে ঋণ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক গোপালপুর শাখার ব্যবস্থাপক কেএম আতাহার হোসেন। উপস্থিত ছিলেন সিআরএম অফিস মাদারীপুরের প্রতিনিধি শহিদুল ইসলাম, কৃষি ব্যাংক কর্মকর্তা সুজিত তালুকদার, শিক্ষক শাজাহান হাওলাদার, সমাজসেবক আসমত আলী হাওলাদার ও সাংবাদিক সৈয়দ শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সহজ শর্তে এবং ভোগান্তি ছাড়াই ঋণ পেয়ে খুশি কৃষক শিলা আক্তারসহ অন্যান্য ঋণগ্রহীতারা।
কৃষি ব্যাংক গোপালপুর শাখার ব্যবস্থাপক কেএম আতাহার হোসেন বলেন, কৃষি ব্যাংক সবসময় কোন প্রকার ভোগান্তি ছাড়াই কৃষকদের মাঝে ঋণ বিতরণ করে আসছে। খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কৃষি খাতের ভূমিকা অপরিসীম। সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের কৃষকদের জন্য সরেজমিনে ঋণ বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পরে উপস্থিতদের মাঝে কৃষি ব্যাংকের বিভিন্ন সুবিধা সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।