দশমিনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫



দশমিনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা দেড়টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আরশেদ আলী মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই এলাকার মনির মোল্লার ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মা সালেহা বেগম গরুর জন্য ঘাস কাটতে গেলে ছেলেকে বড় বোন আখি মনির কাছে রেখে যান। কিছুক্ষণ পর আখির চোখের আড়াল হয়ে যায় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর ঘরের পাশের পুকুরে শিশুটিকে ডুবে থাকতে দেখে উদ্ধার করা হয়।

পরে তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদা নাসরিন জিতু শিশুটিকে মৃত ঘোষণা করেন। দশমিনা সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আবু হানিফ ঘটনাটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:১৬:৫৫ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ