নেছারাবাদে মৎস্য অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে মৎস্য অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ
রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫


নেছারাবাদে মৎস্য অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকরে পিরোজপুরের নেছারাবাদে যৌথ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ ও মৎস্য দপ্তর। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন নদী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট ও শুতার জাল জব্দ করা হয়। এছাড়া ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ ও ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত, নেছারাবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক, কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান এবং স্বরূপকাঠি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার সরদার। তারা অফিসার ফোর্সসহ যৌথভাবে নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), নেছারাবাদ, পিরোজপুর। তাঁর উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত মাছ এতিমখানায় হস্তান্তর করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১০:৪৭:১০ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ