ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা কলাপাড়ায় ট্রলার-জাল মেরামতে ব্যস্ত জেলেরা

হোম পেজ » লিড নিউজ » ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা কলাপাড়ায় ট্রলার-জাল মেরামতে ব্যস্ত জেলেরা
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় ট্রলার-জাল মেরামতে ব্যস্ত জেলেরা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারের জারিকৃত ২২ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা মেনে চলছে পটুয়াখালীর কলাপাড়ার উপকূলীয় জেলেরা। সমুদ্রগামী এসব জেলে এখন ব্যস্ত সময় পার করছেন ট্রলার, নৌকা ও জাল মেরামতের কাজে।

সরকার প্রতি বছর অক্টোবর মাসে ইলিশ সংরক্ষণে ২২ দিনের জন্য বঙ্গোপসাগর ও নদ-নদীতে মাছ ধরা বন্ধ রাখে। নিষেধাজ্ঞা চলাকালে কলাপাড়ার মহিপুর, আলীপুর ও কুয়াকাটা এলাকার জেলে পল্লীগুলোতে চলছে জাল মেরামত, ট্রলার রং করা ও ইঞ্জিন সার্ভিসিংয়ের তোড়জোড়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. মজনু গাজী বলেন, এই সময়টা আমাদের জন্য ট্রলার ও জাল ঠিক করার সুযোগ। নিষেধাজ্ঞা শেষে যেন পূর্ণ উদ্যমে সাগরে যেতে পারি। জেলে আ. রহিম মিয়া জানান, মাছ ধরতে না পারলেও এই সময় ট্রলার ও পুরনো জাল ঠিক করছি।

জেলে নেতা মো. মোস্তফা মাঝি বলেন, অনেক জেলে কর্মহীন হয়ে পড়ে। সরকারি সহায়তা সব জেলেদের কাছে পৌঁছায় না। যারা প্রকৃত জেলে, তারা যেন জেলে কার্ডের মাধ্যমে সহায়তা পায়, সে দাবি আমাদের।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই নিষেধাজ্ঞা ইলিশের প্রজননে বড় ভূমিকা রাখে। পরবর্তীতে বাজারে ইলিশের সরবরাহ ও দামে ইতিবাচক প্রভাব পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ টহল জোরদার করেছে। কেউ সমুদ্রে মাছ ধরতে গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জেলেরা সাময়িক কষ্ট পেলেও এই পদক্ষেপ ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:২৯:৪৩ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ