মির্জাগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫


মির্জাগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার সুবিদখালী সরকারী কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে চ্যািম্পয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কারের ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
খেলায় পটুয়াখালী ফুটবল একাডেমীকে ২-০ গোলে পরািজত করে বরগুনার গরিয়াবুনিয়া একাদশ চ্যািম্পয়ন হয়। খেলা শেষে সন্ধ্যায় চ্যািম্পয়ন দলকে ট্রফি ও ত্রিশ হাজার টাকার প্রাইজ মানি এবং ও রানার্সআপ দলকে ট্রফিসহ বিশ হাজার টাকার প্রাইজ মানি পুরস্কার প্রদান করা হয়।

ফুটবল টুর্নামেন্টের আয়োজক ক্রীড়া সংগঠক মোঃ জসীম উদ্দিন সজীব সিকদার, অপু ফরাজী ও সাব্বির হোসেন ফরাজী জানান, স্কুল-কলেজ পড়–য়া ছাত্রসহ উঠতি বয়সী যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও পড়াশুনায় মনোযোগী করতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ফুটবলসহ বিলুপ্ত হওয়া বিভিন্ন খেলা পুনঃরুজ্জীবিত করতে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ বাইজিদ আহম্মেদ মাকসুদ পান্না, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোঃ জাফর ইমাম সিকদার, সুবিদখালী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর আকতার উদ্দীন, উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকন, সাবেক সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী, বিএনপি নেতা ফিরোজ গোলদার, উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামস্, সদস্য সচিব গাজী মোঃ আতাউর রহমান ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল বাশার মোকলেস এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।


ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৫:৫৯ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ