গলাচিপায় দোকান কর্মচারীদের সাপ্তাহিক ছুটির দাবি

হোম পেজ » লিড নিউজ » গলাচিপায় দোকান কর্মচারীদের সাপ্তাহিক ছুটির দাবি
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫


 

সাপ্তাহিক একদিন ছুটির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার সদররোড এলাকার গার্মেন্টস ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা সাপ্তাহিক একদিন ছুটির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় তারা একত্রিত হয়ে আবেদনপত্র প্রদান করেন। কর্মচারীরা জানান, শ্রম আইন লঙ্ঘন করে সপ্তাহে সাত দিন দোকান খোলা রাখছেন মালিকরা। ফলে তারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে বাধ্য, কিন্তু কোনো দিন বিশ্রাম পান না। এতে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক ক্লান্তি বাড়ছে।

লিখিত আবেদনপত্রে বলা হয়, দেশের অন্যান্য অঞ্চলের মতো গলাচিপা বাজারেও সপ্তাহে অন্তত একদিন ছুটি থাকা জরুরি। এতে কর্মচারীরা পরিবার ও বিশ্রামের সময় পাবেন, যা তাদের কর্মক্ষমতা ও মনোযোগ বৃদ্ধি করবে।

মো. সোহেল রানা বলেন, আমাদের আইনগত অধিকার সপ্তাহে ১ দিন ছুটি। আগে প্রতি শুক্রবার দোকান বন্ধ থাকত। কিন্তু প্রায় এক বছর ধরে সেই নিয়ম মানা হচ্ছে না। ইউএনও স্যারের কাছে আবেদন দিয়েছি। ৬৮ জন কর্মচারী স্বাক্ষর দিয়েছেন। আশা করি প্রশাসন ব্যবস্থা নেবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, আমরা ছুটির পক্ষে, কিন্তু কিছু ব্যবসায়ী নিয়ম মানছেন না।

দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত বলেন, শ্রম আইন অনুযায়ী কর্মচারীদের সপ্তাহে একদিন ছুটি পাওয়ার অধিকার আছে। আগে শুক্রবার ছুটি কার্যকর ছিল, কিন্তু দুই বছর ধরে অনেকে নিয়ম মানছেন না। আমরা বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চালাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহামুদুল হাসান বলেন, কর্মচারীরা লিখিত আবেদন দিয়েছেন। মালিক সমিতিকে আলোচনা করে সাপ্তাহিক ছুটি নির্ধারণের নির্দেশনা দিতে বলেছি। কেউ আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী প্রতিটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কারখানার কর্মচারীর প্রতি সপ্তাহে অন্তত একদিন বিশ্রামের অধিকার রয়েছে। বাংলাদেশ দোকান ও প্রতিষ্ঠান আইন, ২০১৮ অনুযায়ী, প্রতি দোকান সপ্তাহে অন্তত একদিন বন্ধ রাখতে হবে এবং কর্মচারীরা সেই দিনে বিশ্রাম পাবেন।

বাংলাদেশ সময়: ১৯:২৯:৪৭ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ