তালতলীতে সরকারি খাস জমি দখলের অভিযোগে মামলা

হোম পেজ » বরগুনা » তালতলীতে সরকারি খাস জমি দখলের অভিযোগে মামলা
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫


তালতলীতে সরকারি খাস জমি দখলের অভিযোগে মামলা

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা এলাকায় সরকারি খাস জমি দখলের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার কড়াইবাড়িয়া ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা উছানী বাদী হয়ে এনামুল হক মধু মুন্সিকে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখসহ পাঁচ জন অজ্ঞাতকে আসামি করে তালতলী থানায় মামলা করেছেন।

জানা গেছে, তিনজন প্রভাবশালী ব্যক্তি সরকারি খাস জমিতে বালু ভরাট শুরু করেন। ভুমি কর্মকর্তা বাঁধা দিলেও তারা উপেক্ষা করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে মামলা করা হয়।

উছানী বলেন, সরকারি খাস জমি রক্ষায় মামলা দায়ের করা হয়েছে। তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯:১৫:৫১ ● ১৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ