
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
তৃণমূল পর্যায়ে খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিতের আশঙ্কায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কলাপাড়া উপজেলা শাখা।
বুধবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কাওসার।
তিনি বলেন, মাননীয় কৃষি উপদেষ্টার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা গেছে, দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে। এতে পেশা হারানোর আশঙ্কায় খুচরা সার বিক্রেতারা উদ্বেগ প্রকাশ করছেন।
সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব চত্বরে একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী ৩০ হাজার টাকা জামানত দিয়ে কলাপাড়ার ১২টি ইউনিয়ন ও দুই পৌরসভার ১২৪ জন খুচরা সার বিক্রেতা তৃণমূল পর্যায়ের কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিচ্ছেন। এই সেবামূলক ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহের পাশাপাশি কৃষি উৎপাদনে অবদান রাখছেন তারা।
তারা মানবিক বিবেচনায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখার দাবি জানান প্রধান উপদেষ্টার কাছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি শামীম মুন্সি, পৌর শাখার সভাপতি সোহেল খানসহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন, বিসিআইসির বেশিরভাগ ডিলার কলাপাড়ার বাইরের বাসিন্দা। তারা ডিলারশিপ নিয়ে পরবর্তীতে এখানকার নাগরিক হয়েছেন। শুরুতেই অনিয়ম করা হয়েছে। এখন তৃণমূলের বিক্রেতাদের সনদ স্থগিত হলে কৃষকরা ডিলারদের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন, পরিবহন ব্যয় বাড়বে, কৃষকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এবং কৃষি উৎপাদন ব্যাহত হবে।