পিরোজপুরে ইসলামী আন্দোলনের মানববন্ধন কর্মসূচি পালিত

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে ইসলামী আন্দোলনের মানববন্ধন কর্মসূচি পালিত
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫


 

পিরোজপুরে ইসলামী আন্দোলনের মানববন্ধন কর্মসূচি পালিত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব রোডে এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া হাওলাদার। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মো. মনিরুল হাসান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, এইচ. এম. জিয়াউল করিম, হাফিজুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আলী হোসেন ও জেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি আরিফুল ইসলাম আদিফসহ অন্যরা।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিয়ে ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:১২ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ