আগৈলঝাড়ায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালী ও আলোচনা সভা

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালী ও আলোচনা সভা
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫


 

আগৈলঝাড়ায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালী

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় বুধবার বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সকালেই উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চত্বরে গিয়ে শেষ হয়।

পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়জিদ সরদার। বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস.এম. আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা শিক্ষা অফিসার মো. আমজাদ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী মো. কামিম হোসেন, মেকানিক মো. আল আমিনসহ আরও অনেকে।

আলোচনা সভায় হাতধোয়া ও স্যানিটেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব নিয়ে বক্তারা কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৫৭ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ