নতুন কুঁড়ির জাতীয় পর্যায়ে সুযোগ পেল গৌরনদীর প্রিয়ন্তী

হোম পেজ » বরিশাল » নতুন কুঁড়ির জাতীয় পর্যায়ে সুযোগ পেল গৌরনদীর প্রিয়ন্তী
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫


নতুন কুঁড়ির জাতীয় পর্যায়ে সুযোগ পেল গৌরনদীর প্রিয়ন্তী

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

সারা দেশব্যাপী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’–২০২৫ এ জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে গৌরনদীর প্রিয়ন্তী পোদ্দার। বরিশাল বিভাগীয় পর্যায়ে দুটি বিষয়ে উত্তীর্ণ হয়ে সে ঢাকার চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

প্রিয়ন্তী পোদ্দার বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ পোদ্দার ও গৃহিণী মিতালী পোদ্দারের মেঝ মেয়ে। সে টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী।

জানা গেছে, ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত বরিশাল জেলা ও বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও দেশাত্মবোধক গানে অংশ নেয় প্রিয়ন্তী। এর মধ্যে রবীন্দ্র সংগীত ও দেশাত্মবোধক গানে বিভাগীয় পর্যায়ে চূড়ান্ত হয়ে ঢাকায় জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পায় সে।

এর আগে ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে জাতীয় পুরস্কার অর্জন করেছিল প্রিয়ন্তী পোদ্দার।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০৯:৫৪ ● ১৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ