রাঙ্গাবালীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

হোম পেজ » পটুয়াখালী » রাঙ্গাবালীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬


 

রাঙ্গাবালীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রাঙ্গাবালী সরকারি কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গাবালী সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী।

বাংলাদেশ সময়: ১৯:১১:২৪ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ