
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদে আওয়ামী সমর্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক ইজারাদার (ঠিকাদার) সোহাগের (ডিম সোহাগ নামে পরিচিত) ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে নানা ধরণের মন্তব্যের ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ স্বরূপকাঠী পৌরসভার ৪নং ওয়ার্ডের জগন্নাথকাঠী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি একসময় স্বরূপকাঠি কাঠের চরে, ঢাকার লঞ্চে, উপজেলার বিভিন্ন স্থানে চানাচুর, বাদাম ও সিদ্ধ ডিম বিক্রি করত। পরবর্তীতে আওয়ামী লীগের সমর্থক হয়ে সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালের ঘনিষ্ঠজন হিসেবে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবারের ইজারা (ঠিকাদার) পান। তবে খাবার সরবরাহে নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতে তার সাজা হয়েছিল বলে জানা গেছে।
সাম্প্রতিক ভাইরাল ভিডিওতে তাকে ইয়াবা সেবন করতে দেখা যায়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।
সোহাগের মাদক সেবনের অন্য একটি ভিডিওতে শোনা যায় জনৈক মামুনের কাছ থেকে মাঝেমধ্যে ৫০ থেকে ১০০ টাকার মাদক ক্রয় করে সেবন করে থাকেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান জানান, একটা সময় সোহাগ আমাদের হাসপাতালের খাবারের ঠিকাদারের দায়িত্ব পান। তবে খাবার সরবরাহে নানা অনিয়মের অভিযোগে তার সাজা হয়েছিল।
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন বলেন, মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে দেখেছি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাশাপাশি সচেতন মহল দ্রুত ঘটনাটির তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আরএ/এমআর