
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বন্যা ও ঘূর্ণিঝড়প্রবণ এলাকার প্রকৃত প্রয়োজন অনুযায়ী সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।
শনিবার দুপুরে বরগুনার আমতলী উপজেলার চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাবিত সাইক্লোন শেল্টারের সম্ভাব্যতা যাচাই শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বিশেষ নির্দেশনা রয়েছে-যেন প্রকৃত ঝুঁকিপূর্ণ ও প্রয়োজনীয় স্থানেই আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। এজন্য মাঠপর্যায়ে সরেজমিন মূল্যায়ন চলছে।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় আমতলী উপজেলার চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়, চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় এবং তালতলীর পূর্ব কচুপাত্রা সালেহিয়া দাখিল মাদ্রাসায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে।
শনিবার ফারুক ই আজম বীর প্রতীক এসব স্থানের উপযুক্ততা পর্যালোচনা করেন এবং স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে অবকাঠামো, জনবসতি ও আশ্রয় সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লে. কর্নেল (অব.) আব্দুল গাফফার, বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খানসহ অন্যান্য কর্মকর্তা।
বরগুনার জেলা প্রশাসক বলেন, এসব শেল্টার দুর্যোগকালে নিরাপত্তা দেবে এবং শিক্ষার্থীদের জন্য স্থায়ী অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করবে। সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুত নির্মাণকাজ শুরু হবে বলে তিনি জানান।
এমএইচকে/এমআর