কুয়াকাটায় দুই দিনব্যাপী শিক্ষকদের মিলনমেলা অনুষ্ঠিত

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় দুই দিনব্যাপী শিক্ষকদের মিলনমেলা অনুষ্ঠিত
শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫


 কুয়াকাটায় দুই দিনব্যাপী শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় দুই দিনব্যাপী ‘শিক্ষক মিলনমেলা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় কুয়াকাটার একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে ‘আগামী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা’ শীর্ষক সেমিনারের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়।

ডায়নামিক টিচার্স অব সেকেন্ডারি এডুকেশন, বরিশাল বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বরিশাল অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। “জ্ঞান, সৌহার্দ্য ও বিনোদনের এক অনন্য আয়োজন” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশালের সহযোগী অধ্যাপক মো. আবদুর রহিম। আলোচক ছিলেন পটুয়াখালীর জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মজিবুর রহমান এবং ঝালকাঠির জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল জব্বার।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০১:২৯ ● ১৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ