
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে নিহত ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক এস এম হায়াত উদ্দীনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি হায়াত উদ্দীনের কবর জিয়ারত করেন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা হিসেবে নগদ এক লাখ টাকা প্রদান করেন। এছাড়া নিহত সাংবাদিকের দুই মেয়ের এইচএসসি পর্যন্ত পড়াশোনার সম্পূর্ণ খরচ বহনের আশ্বাস দেন তিনি।
এ সময় জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মেহবুবুল হক কিশোর, পৌর কমিশনার (সাবেক) মাহবুবুর রহমান টুটুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এম এ এইচ সেলিম বলেন, হায়াত উদ্দীন সত্যনিষ্ঠ সাংবাদিক ও দলের কর্মী ছিলেন। সত্য প্রকাশের জন্যই তিনি হত্যার শিকার হয়েছেন। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতে বাগেরহাট পৌর বিএনপির সদস্য ও দৈনিক ভোরের চেতনার সাংবাদিক এস এম হায়াত উদ্দীনকে পৌরসভার হাড়িখালি এলাকায় তার বাড়ির পাশে হত্যা করা হয়। এ ঘটনায় পরিবারের দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হলেও বাকিরা এখনও পলাতক।
এমই/এমআর