কলাপাড়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই
বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫


 

 ---সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)॥

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে এক অবসরপ্রাপ্ত অধ্যাপকের বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে পৌরশহরের নতুন বাজার এলাকায় পটুয়াখালী করিম মৃধা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিদ হাওলাদারের ভাড়াটিয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ঘটনাটি রাতে ঘটলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। ফায়ার স্টেশনের টিম লিডার মো. শাহাদত হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে সক্ষম হয়েছি। আগুনের সূত্রপাতের কারণ তদন্ত শেষে জানা যাবে বলে তিনি জানান।

এমবি/এমআর

    বাংলাদেশ সময়: ১৭:৫৬:৩৬ ● ২৬৬ বার পঠিত




    পাঠকের মন্তব্য

    (মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

    আর্কাইভ