কলাপাড়ায় জেলেদের চাল বিতরণে টাকা আদায়ের অভিযোগ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় জেলেদের চাল বিতরণে টাকা আদায়ের অভিযোগ
বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় জেলেদের চাল বিতরণে টাকা আদায়ের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশ প্রজনন মৌসুমে মাছধরা থেকে বিরত থাকা জেলেদের মধ্যে ভিজিএফ চাল বিতরণে মাথাপিছু ৫০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার চম্পাপুর ইউনিয়নের মুন্সীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় জেলে আ. ছালাম মিয়ার বরাত দিয়ে গণমাধ্যমকর্মী সাগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহাকে বিষয়টি অবগত করেন। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান ও ইউপি সদস্য জব্বার টাকা আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে ইউএনওকে অবহিত করা হয়েছে। প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (৪–২৫ অক্টোবর) মাছধরা থেকে বিরত থাকা উপজেলার ১৮ হাজার ৩০৫ জন জেলের জন্য ৪৫৭ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার। ইতিমধ্যে ১২ ইউনিয়ন ও ২ পৌরসভার জেলেদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে।

এদিকে লতাচাপলি ইউনিয়নের একাধিক জেলে অভিযোগ করেছেন-তালিকাভুক্ত হয়েও তারা চাল পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, স্থানীয় মেম্বার রাজনৈতিক বিবেচনায় নিজস্ব লোকদের মাঝে চাল বিতরণ করছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, নিষেধাজ্ঞাকালে মাছ শিকার বা বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বড়শি দিয়ে মাছ ধরার অপরাধে ৯ জেলেকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৩৭ ● ৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ