
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)॥
বরগুনার আমতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নিচতলায় গোয়াল ঘর তৈরি করে গরু ও মহিষ লালন-পালনের ঘটনায় শিক্ষার পরিবেশ চরমভাবে দূষিত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
স্থানীয় প্রভাবশালী শাহ আলম হাওলাদার ও ফোরকান হাওলাদার বিদ্যালয় ভবনের নিচতলায় দীর্ঘ তিন মাস ধরে ৫টি গরু ও ৩টি মহিষ লালন-পালন করছেন। এতে গোবর ও বর্জ্যে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, শিক্ষার্থীরা রোগব্যাধির ঝুঁকিতে পড়েছে এবং শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ নাসিমা আক্তার বলেন, গোয়াল ঘর সরাতে বহুবার বলেছি, কিন্তু তারা মানছেন না। এতে বিদ্যালয়ের পরিবেশ ভয়াবহভাবে নষ্ট হচ্ছে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় ভবনের নিচে গোয়াল ঘরে বাঁধা রয়েছে গরু ও মহিষ; চারপাশে বর্জ্য ছড়িয়ে দুর্গন্ধে শিক্ষার্থীদের ক্লাসে থাকা কষ্টকর হয়ে পড়েছে। শিক্ষার্থী তানজিল, সাদিয়া, সাব্বির ও মুসাদ্দিকা জানান, পঁচা গন্ধে ক্লাসে থাকা যায় না, দ্রুত গোয়াল ঘর সরানোর দাবি করছি।
অভিযোগের বিষয়ে শাহ আলম হাওলাদার বলেন, বিদ্যালয়ে গোয়াল ঘর তৈরি করা আমার ভুল হয়েছে, দ্রুত সরিয়ে নেব।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম জানান, বিষয়টি জানার পর তদন্ত শুরু হয়েছে। দ্রুত গোয়াল ঘর অপসারণ না করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এমএইচকে/এমআর