চাঁপাইনবাবগঞ্জে ১১’শ কৃষকের মাঝে সবজির বীজ ও সার বিতরণ

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে ১১’শ কৃষকের মাঝে সবজির বীজ ও সার বিতরণ
বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে ১১০০ কৃষকের মাঝে সবজি বীজ ও সার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে এসব সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদী ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা।  অনুষ্ঠানে শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বসতবাড়িতে চাষযোগ্য ৪০০ কৃষককে ৭ ধরনের ১ প্যাকেজে সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৭০০ কৃষককে সার ও বীজ দেওয়া হয়। এর মধ্যে ১৪৫ কৃষককে লাউ, ১৮০ জনকে মিষ্টিকুমড়া, ১৯০ জনকে বেগুন ও ১৮৫ জনকে শসার বীজ দেয়া হয়েছে। পাশাপাশি প্রতিজনকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০০:৫১ ● ৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ