গৌরনদীতে কলেজছাত্র বলাৎকারে মামলা, গ্রেফতার-১

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে কলেজছাত্র বলাৎকারে মামলা, গ্রেফতার-১
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫


গৌরনদীতে কলেজছাত্র বলাৎকার মামলা, গ্রেফতার-১

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রকে (১৭) বলাৎকারের অভিযোগে খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য কিং মাসুদ সরদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ভিকটিমের বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি করেন।

পুলিশ জানায়, মামলার পরপরই প্রধান আসামির সহযোগী মো. নিলয় আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি কিং মাসুদ ইতালি প্রবাসী ও খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য।

এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কিং মাসুদ ফেসবুকে ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে তার সহযোগী ইমন সরদারের মাধ্যমে গৌরনদীর সমরসিংহ বাজার এলাকায় ডেকে নেয়। পরে ইমন ও নিলয়ের সহায়তায় মাসুদ ওই কলেজছাত্রকে একটি ঘরে আটকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করে।

ভিকটিমের বাবা অভিযোগে জানান, ছেলেকে নির্যাতনের পর আসামিরা বিষয়টি গোপন রাখতে হুমকি দেয়। পরে অসুস্থ অবস্থায় ছেলে বাড়ি ফিরে ঘটনার বর্ণনা দিলে থানায় মামলা করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, প্রধান আসামি কিং মাসুদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪২:১১ ● ৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ