আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫জন

হোম পেজ » বরগুনা » আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫জন
মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫


আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫জন

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে এক মাদ্রাসায় ১৬ জন শিক্ষক-কর্মচারীর বিপরীতে শিক্ষার্থী রয়েছে মাত্র ১৫ জন। সরকার প্রতি বছর এই মাদ্রাসায় ব্যয় করছে প্রায় অর্ধ কোটি টাকা। অভিযোগ, কমিটি-শিক্ষক ও স্থানীয় দ্বন্দ্বের কারণে শিক্ষার্থীরা আগ্রহ হারাচ্ছে।

ঘটনাটি আমতলী উপজেলার উত্তর কালামপুর হাতেমিয়া দাখিল মাদ্রাসার। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টায় চার শ্রেণিকক্ষে মাত্র ১৫ জন শিক্ষার্থী পাঠ নিচ্ছে। সুপার (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান কবির প্রায়ই ঢাকায় থাকেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা বলেন, মাদ্রাসায় অনিয়ম, ভুয়া নিয়োগ ও কমিটির হস্তক্ষেপে শিক্ষার্থী সংখ্যা কমে যাচ্ছে। গত বছর ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৭ জন পাস করে। এ বছর পরীক্ষায় অংশ নেবে ৩৬ জনের মধ্যে উপস্থিত মাত্র ২ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াদ হাসান বলেন, অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান বলেন, ১৫ শিক্ষার্থী দিয়ে প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়; তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ০:১৯:১৪ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ