বাবুগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২ জেলের কারাদণ্ড

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২ জেলের কারাদণ্ড
সোমবার ● ৬ অক্টোবর ২০২৫


বাবুগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২ জেলের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মা ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় দুই জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ মৎস্য সুরক্ষা আইন ১৯৫০-এর ধারায় এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার দাসেরহাট গ্রামের শাহে আলম বেপারী (৫০) এবং খুলনার কয়রা উপজেলার মো. এনামুল হক (২৮)। অভিযানে ব্যবহৃত ১০ হাজার মিটার জাল জব্দ করে পরে পুড়িয়ে ফেলা হয়।

বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. এফ. এম. নাজমুস সালেহীন জানান, বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা, সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে ওই দুই জেলেকে আটক করা হয়।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের এ অবরোধ সফল করতে অভিযান অব্যাহত থাকবে। কেউ এই সময়ে নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,  গত ৪ অক্টোবর মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৯:৫৮ ● ১২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ