কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর একাদশ বর্ষ উদযাপন

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর একাদশ বর্ষ উদযাপন
সোমবার ● ৬ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর একাদশ বর্ষ উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় সামাজিক সংগঠন গৌরবোজ্জ্বল ৯৯ তাদের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এসময় সংগঠনের নতুন কার্যালয়ও উদ্বোধন করা হয়। রবিবার রাত আটটায় পৌর শহরের নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সদস্য ও তাদের সন্তানরা উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করা হয়। গীতা পাঠ করেন সমন্বয়কারী আশীষ কুমস্তা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাবেক প্রধান সমন্বয়কারী মিঠুন পাল ও শামসুল আরেফিন শাকিল। সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান সুজন মৃধা। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাসের, মো. শামীম গাজী, মো. জাহিদুল ইসলাম, সার্বিক সমন্বয়কারী আশীষ কুমার গোমস্তা, অর্থ বিষয়ক অ্যাডভোকেট কামরুজ্জামান সোহেল, অফিস ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন, প্রোগ্রাম দায়িত্বে মো. মনিরুল ইসলাম এবং প্রচার সমন্বয়কারী সুজন দাস।

প্রধান সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান সুজন মৃধা বলেন, আমরা একাদশ বর্ষে পদার্পণ করেছি। কার্যালয় উদ্বোধন আমাদের জন্য গর্বের বিষয়। গৌরবোজ্জ্বল ৯৯ কলাপাড়ার মানুষের জীবনে সামাজিক কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:৫৭:১৭ ● ১১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ