দুমকিতে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫


দুমকিতে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

দুমকিতে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা কলেজ ও মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. এজাজুল হক। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে।
পরে উপজেলা পরিষদ হলরুমে কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউর রহমান এবং লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান আশরাফ।
সভায় বক্তৃতা করেন আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক মো. এবাদুল হক, সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল জব্বার, নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রমেশ চন্দ্র দাস, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাহিদুল ইসলাম এবং প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
বক্তারা শিক্ষক সমাজের বেতন বৈষম্য দূরীকরণ, চাকরি জাতীয়করণ ও অন্যান্য মৌলিক সমস্যার সমাধানে সরকারের শিক্ষা উপদেষ্টার দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

 

 

এমআর

 

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৫৫ ● ১০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ