পিরোজপুরে এমিনেন্ট বয়েজের তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে এমিনেন্ট বয়েজের তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫


এমিনেন্ট বয়েজের তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

‘চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন’ স্লোগানে পিরোজপুরে সামাজিক সংগঠন এমিনেন্ট বয়েজ তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছে। ৩, ৪ ও ৫ অক্টোবর শহরের বিভিন্ন এলাকায় সংগঠনের সদস্যরা ফলজ, বনজ, ঔষধি ও নানা প্রজাতির পাঁচ হাজারের বেশি চারা রোপণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আরিফ হাসান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা জাকির হোসেন রোকন।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জাহিদুল হাকিম, দপ্তর সম্পাদক এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার, ক্রীড়া সম্পাদক মিঠুন চক্রবর্তী, সাবেক অর্থ সম্পাদক মো. আমিনুল ইসলাম জুয়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজ সরদারসহ অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

প্রধান অতিথি ডা. মুহাম্মদ আরিফ হাসান বলেন, এমিনেন্ট বয়েজ শুধু একটি নাম নয়, এটি একটি মানবিক সংগঠন। আত্মমানবতার সেবায় এবং দেশের প্রতিটি দুর্যোগে সংগঠনের স্বেচ্ছাসেবকদের কার্যক্রম প্রশংসনীয়। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংগঠনের নেতারা জানান, পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩১:২৬ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ