মহিপুরে সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ইউএনও

হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ইউএনও
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫


মহিপুরে সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ইউএনও

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হামিদ।

শনিবার বেলা ১১টার দিকে মহিপুর ইউনিয়নের ইউসুফপুর লেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’-এর উদ্যোগে তিন শতাধিক কৃঞ্চচূড়া, রাধাচূড়া, সোনালু, অর্জুনসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, মহিপুর এসআরএসবিএস সমিতির সভাপতি মো. সোহাগ হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ‘আলোকিত কুয়াকাটা’র সম্পাদক আনোয়ার হোসেন আনু, বাতিঘরের সভাপতি মো. ইলিয়াস রেজা প্রমুখ।

ইউএনও কাওসার হামিদ বলেন, বাতিঘরের সবুজায়ন ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। উপজেলা প্রশাসন এ ধরনের উদ্যোগের পাশে থাকবে।

বাতিঘরের সদস্যরা জানান, বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় সবুজায়নের বিকল্প নেই। তাদের লক্ষ্য শুধু বৃক্ষরোপণ নয়, পর্যটন এলাকার সৌন্দর্য বর্ধনেও তারা কাজ করবেন।

সংগঠনের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু বলেন, ‘সবুজ গ্রাম সবুজ দেশ’ স্লোগানে বাতিঘর বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা, মাদকমুক্ত সমাজ গড়াসহ নানা সামাজিক কাজে কাজ করছে।

সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্টু জানান, চলতি বছর জানুয়ারিতে প্রতিষ্ঠিত বাতিঘর সংগঠনটি প্রথম পর্যায়ে আড়াই হাজার তালের বীজ রোপণ করেছে। দ্বিতীয় পর্যায়ে নানা প্রজাতির চারা রোপণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

সংগঠনটি ইতোমধ্যে খালের পাড়, সড়কের পাশে ও বেড়িবাঁধ এলাকায় প্রায় ১০ কিলোমিটারজুড়ে সবুজায়ন কাজ শুরু করেছে। চারা রোপণ থেকে পরিচর্যা পর্যন্ত কাজ করবে সংগঠনের সদস্যরাই।

বাংলাদেশ সময়: ২২:০০:৫৬ ● ১৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ