নেছারাবাদে মোটরসাইকেল চালকের ঘর থেকে পাইপগান উদ্ধার

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে মোটরসাইকেল চালকের ঘর থেকে পাইপগান উদ্ধার
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫


নেছারাবাদে মোটরসাইকেল চালকের ঘর থেকে পাইপগান উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে মো. বাদল হোসেন (৪২) নামে এক মোটরসাইকেল চালকের ঘর থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

ঘটনা সংঘটিত হয় শুক্রবার (৩ অক্টোবর) রাতের পর। সংবাদটি শনিবার বিকেলে থানায় নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার এসআই নাঈম হোসেন।

এসআই বলেন, খবর পেয়ে বাদলের ঘর থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি সচল না অচল তা পরীক্ষা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।

স্থানীয় ইউপি সদস্য গৌতম পাল বলেন, সন্ধ্যার পরে পুলিশ বাদলের ঘর থেকে পাইপগানটি উদ্ধার করে। শুনেছি বাদল নিজেই পরে পুলিশকে খবর দেন।

বাদল হোসেন বলেন, প্রথমে আমার স্ত্রী পপি বেগম ঘরে অস্ত্রটি দেখতে পান। পরে আমি বড় ভাইকে জানাই এবং তারপর থানায় খবর দেই। পুলিশ এসে অস্ত্র উদ্ধার করে নিয়ে গেছে। আমি দিনভর থানায় ছিলাম।

ওসি মো. বনি আমিন জানান, বাদলের কাঠের ঘরের ভাঙা জানালার পাশে পাইপগানটি পড়ে থাকতে দেখে বাদল আমাদের খবর দেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২১:৪৬:২৭ ● ৮৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ